আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার সমর্থিত দলের বিরুদ্ধে দলের চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়ন গ্রহণে বাধা, ভয়ভীতি দেখানোসহ নানান অভিযোগ করেছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একটি দল নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে রিজভীর সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে আসেন দলের অর্থ সম্পাদক আব্দুস সালাম ও সহ দপ্তর সম্পাদক তায়েবুল ইসলাম। অভিযোগ জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন রিজভী। তিনি অভিযোগ করেন, সরকারদলীয়রা সারাদেশে ১৪০টি স্থানে বিএনপি প্রার্থীদের মনোনয়ন জমাতে বাধা দিয়েছেন। এ ছাড়াও বিভিন্ন স্থানে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের চাপ, ভয়ভীতি দেখানোসহ অনেককেই ঘরবাড়ি ছাড়া করা হয়েছে। নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা হলেও তারা নিজেদের স্বত্তা বিলীন করে সরকারের ইচ্ছা অনুযায়ী কাজ করছে এমন অভিযোগ করে তিনি বলেন, বিএনপি প্রার্থীদের ভয়ভীতি দেখিয়ে ঘর ছাড়া করা হলেও এসব অভিযোগ আমলে নিচ্ছেন না জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তারা। তাদের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।