বরিশালে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে আপিল আদালতে অভিযোগ

0
201

বরিশাল প্রতিনিধি ॥ প্রতিদ্বন্ধি প্রার্থী কর্তৃক প্রভাবিত হয়ে সঠিক কোন কারণ ছাড়াই এক ইউপি সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল করায় জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে আপিল করেছে ভূক্তভোগী প্রার্থী। একইসাথে ওই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ললিত গাইন। আজ সোমবার আপিল শুনানির দিন ধার্য করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বখতিয়ার উদ্দিন ললিত গাইনের এক প্রতিদ্বন্ধি প্রার্থী কর্তৃক প্রভাবিত হয়ে সম্পূর্ন বে-আইনীভাবে তার (ললিত) প্রার্থীতা বাতিল করেছেন। এমনকি ওই কর্মকর্তা অন্যায়ভাবে ললিতের প্রার্থীতা বাতিলের করে তাকে আপিল করার সুযোগ থেকে বঞ্চিত করতে মনোনয়ন বাতিলের কারণ সম্পর্কে মৌখিক বা লিখিতভাবেও অবহিত করেননি। উপায়অন্তুর না পেয়ে ললিত দাস শনিবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। পরবর্তীতে জেলা আপিল কর্মকর্তার মাধ্যমে তিনি (ললিত) তার প্রার্থীতা বাতিলের কারণ সম্পর্কে জানতে পারেন। আদালত কর্তৃক ঘোষিত ফেরারী আসামি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে রিটার্নিং অফিসার এ সিদ্ধান্তের স্বপক্ষে আদালত ঘোষিত কোন সুস্পষ্ঠ কাগজপত্র দাখিল করতে পারেননি। থানা সূত্রে জানা গেছে, ললিত গাইনের বিরুদ্ধে থানায় কোন অভিযোগ নেই এবং আদালতের সাজাপ্রাপ্ত সম্পর্কেও তারা অবহিত নন। ললিত গাইন অভিযোগ করেন, আপিল কর্মকর্তা আজ সোমবার আপিল শুনানির দিন ধার্য করেছেন। আপিলে তিনি সঠিক বিচার পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here