মিরসরাই ইকোনোমিক জোন প্রকল্পের উদ্বোধন আজ

0
314

রবিবার চট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালীর চরে দেশের বৃহত্তম ইকোনমিক জোনের উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিশাল প্রকল্প কাজের উদ্বোধন করা হবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) মিরসরাইসহ সারা দেশে ১০টি বিশেষ অর্থনৈতিক জোন বাস্তবায়ন করছে। এ উপলক্ষে ইছাখালীতে ইকোনমিক জোনে বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

চট্টগ্রম নগরী থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ১১ হাজার কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। মিরসরাইয়ে এই অর্থনৈতিক অঞ্চলে ১২২২টি শিল্পপ্লট তৈরি করা হবে। এসব প্লটে বিভিন্ন শিল্পকারখানা গড়ে উঠলে কমপক্ষে ১০ লাখ মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইকোনোমিক জোন (বেজা)। বঙ্গোপসাগরের পাড় ঘেঁষে এ চরাঞ্চলে চলছে বিশাল কর্মযজ্ঞ। এখানে নির্মিত হবে ছোট-বড় ১২ শ’র বেশি শিল্পকারখানা। থাকবে বন্দর জেটি সুবিধা, বিদ্যুৎকেন্দ্র, ট্যুরিজম পার্কসহ নানা সুযোগ-সুবিধা। অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে পুরো মিরসরাইয়ে এখন থেকেই পরিলক্ষিত হচ্ছে প্রাণচাঞ্চল্য।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, উদ্বোধন উপলক্ষে ইকোনমিক জোনে বিশাল জনসভার আয়োজন হয়েছে। এতে প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন মিরসরাই ইকোনমিক জোনের স্বপ্নদ্রষ্টা গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি ইছাখালীর শিল্প জোনকে মোশাররফ নগর নামকরণ করার দাবি জানিয়েছেন। এ প্রকল্পের প্রাথমিক ব্যয় প্রায় ১০ হাজার ৮৭৬ কোটি টাকা ধরা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রায় ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here