সামছুল আলম কমল, চট্রগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, মুসলিম এডুকেশন সোসাইটি স্কুলটি নিরাপদ ও শিক্ষাবান্ধব স্কুল। এখানে শিক্ষার গুনমান উন্নত। তিনি বলেন, স্কুলে অধ্যয়নরত সকল শিক্ষার্থীকে প্রথম স্থান অর্জন করার লক্ষে লেখা পড়ায় মনোনিবেশ করতে হবে। আলোকিত মানুষ না হলে দেশ ও জাতির কোন কল্যাণ করা যাবে না। দেশকে নেতৃত্ব দিতে হলে এবং ব্যক্তি জীবনে সাফল্য অর্জন করতে হলে সুশিক্ষা ও উচ্চতর শিক্ষা অর্জন ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই । মেয়র মুসলিম এডুকেশন সোসাইটি স্কুলের নতুন ভবন নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৪ কোটি টাকা বরাদ্দ প্রাপ্তির বিষয়টি বিবেচনায় আছে বলে জানান। ২৭ ফেব্রুয়ারি ২০১৬ খ্রি. শনিবার, সকালে মুসলিম এডুকেশন সোসাইটি স্কুলের একাডেমিক, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এ সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ আর শামীম উদ্দীন। এতে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের স্কুল পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তানভীর মাহমুদ কায়সার। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মিসেস নুর নাহার বেগম, মানপত্র পাঠ করেন সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। মঞ্চে উপবিষ্ট ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন সহ অন্যরা। অনুষ্ঠানে সিটি মেয়রকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে মেয়র বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
Home
চট্টগ্রাম বিভাগ মুসলিম এডুকেশন সোসাইটি স্কুলে একাডেমিক সহ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের...