যুবরাজের জীবন নিয়ে যুক্তরাষ্ট্রে ফিল্ম

0
324

কখনো কখনো মানবজীবনও কল্প কাহিনীকে হার মানায়। যুবরাজ সিংয়ের জীবনের গল্পটাও তেমন। ক্যারিয়ারের তুঙ্গে যখন তখন শরীরে বাসা বাঁধলো ক্যান্সার। দীর্ঘ লড়াইয়ে ক্যান্সারকে হার মানালেন এই ক্রিকেট বীর। তারপর যুদ্ধজয়ী বীরের মতোই ফিরলেন ক্রিকেট মাঠে। এখনো খেলছেন। এশিয়া কাপ খেলতে এখন বাংলাদেশে। আর এই ক্রিকেটারের ওপর একটি ডকুমেন্টারি বা নন-ফিকশন ফিল্ম তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ফার্ম। সেখানে ক্রিকেট ক্যারিয়ারের পাশে উঠে আসবে ক্যান্সারের সাথে যুবরাজের লড়াইও। লস অ্যাঞ্জেলসের অ্যাপেক্স এন্টারটেনইমেন্ট যুবরাজের কাছ থেকে পেয়েছে তাকে নিয়ে মুভি করার স্বত্ব। এই কম্পানিটি এর আগেও বেশ কিছু ক্রীড়াকেন্দ্রিক চলচ্চিত্র করেছে। সেগুলো সমালোচকদের প্রশংসা পেয়েছে। শুধু তাই নয়। বক্স অফিসে ভালো ব্যবসাও করেছে। অ্যাপেক্সের সহপ্রতিষ্ঠাতা মার্ক সিয়ারডি। তিনি বলেছেন, মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা তৈরি করতে পারে এমন গল্পেই তাদের আগ্রহ বেশি। মার্ক তাদের আগ্রহের কারণটাও বলেছেন, “যুবরাজের গল্পটা শুধু ক্রিকেটের না। এটা মানবিক আগ্রহের গল্পও। মানুষ গ্রেটনেস দেখতে পছন্দ করে। তিনি জীবন ও ক্যারিয়ারের কঠিন সমস্যা মোকাবিলা করেছেন, ক্যান্সারের সাথে লড়ে আবার ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন। কোটি কোটি ভারতীয় ও বিশ্বের ক্রিকেট ভক্তের কাছে তিনি প্রেরণা। তাই তার গল্পটা বলতে পারবো বলে আমরা রোমাঞ্চিত।” ২০১১তে ভারতের বিশ্বকাপ জয়ের হিরো যুবরাজের ওপর নির্মিত ডকুমেন্টারির অনেকটা ভারতে শুটিং করা হবে। আর্কাইভ থেকে নেওয়া হবে যুবরাজের নানা খেলার কীর্তি। শোনা যাচ্ছে যুবরাজের বাবা ইয়ুগরাজ সিং ও মা শবনমও এই নন-ফিকশন ফিল্মে রোল পাবেন। আগামী বছর ফিল্মটা মুক্তি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here