সরকারের প্রতি আস্থায় অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করছে না : হানিফ

0
312

২৫ ইউনিয়ন পরিষদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী জয়ী হওয়াকে সরকারের উন্নয়নের প্রতি আস্থা হিসেবে দেখছে ক্ষমতাসীন দলটি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ কথা বলেন। মাহবুব-উল আলম হানিফ বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমাদের কিছু প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এটা হতেই পারে। বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ৭ বছরে দেশে যে পরিমাণ উন্নয়ন করেছে, তাতে মানুষের আস্থা সৃষ্টি হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। এখন দেশের ৮০ ভাগ মানুষই এটা বিশ্বাস করে একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন হতে পারে। বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তারপর বিএনপি বিরোধী দল হিসেবে দায়িত্বশীল আচরণে ব্যর্থ হয়েছে। এখন সরকারের বিরুদ্ধে নালিশ করা ছাড়া বিএনপির আর কোনো এজেন্ডা নেই। এটা নালিশের পার্টি হিসেবে পরিচিত হয়েছে জনগণের কাছে। সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপে ৬৭২টি ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। তৃতীয় ধাপের মনোনয়নের জন্য আগামী ৮ মার্চের মধ্যে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছে আবেদনপত্র পাঠানোর আহ্বান জানান হানিফ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মেজবাহ উদ্দিন সিরাজ, বীর বাহাদুর, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here