আগৈলঝাড়ায় নির্মানাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে ১০ শ্রমিক আহত

0
212

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় নির্মানাধীন একটি ফিলিং স্টেশনে ঢালাই চলাকালিন ছাদ ধসে ১০ শ্রমিক আহত হয়েছে। স্থানীয় জনগন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আহত শ্রমিকদের উদ্ধার করে বরিশালসহ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গৌরনদী-আগৈলঝাড়া গোপালগঞ্জ মহাসড়কে পাশে আগৈলঝাড়ার বাইপাস সড়কে ফুল্লশ্রী নামক স্থানে আগৈলঝাড়া ফিলিং স্টেশনের নির্মান কাজ চলছিল। গতকাল রোববার ১১টার দিকে গৌরনদী উপজেলা ছাত্রলীগ ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ সান্টু ভুইয়ার মালিকানাধিন ওই ফিলিং স্টেশনের ছাদের ঢালাইয়ের কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে ছাদ ধসে পরলে নির্মান শ্রমিকরা ছাদের নিচে চাপা পরে। এসময় এলাকাবাসী এগিয়ে এসে ছাদের নীচ থেকে আহত নির্মান শ্রমিকদের উদ্ধার শুরু করে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজে অংশ নেয়। এসময় গৌরনদী উপজেলার পালরদী গ্রামের কবির হোসেনের ছেলে এমদাদুল (৪০), ওই উপজেলার হোসনাবাদ গ্রামের আ.ছত্তার মোল্লার ছেলে আ.রহমান মোল্লা (২৮), আগৈলঝাড়ার মধ্যশিহিপাশা গ্রামের আলমগীরের ছেলে আমিনুল (৩২), পুর্বসুজনকাঠী গ্রামের উমেদ আলী আকনের ছেলে শামীম আকন (৩৪), মাগুরা গ্রামের মহর উদ্দিনের ছেলে মিজান(৪০), একই গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২৪) মেদাকুল গ্রামের মকবুল মোল্লার ছেলে মোকলেচ মোল্লা (৩২) ও কালকিনি উপজেলার মাইচপাড়া গ্রামের মনু হাওলাদারের ছেলে সফর হাওলাদার (৩০), সেলিম হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (২৪)সহ ১০জনকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত এমদাদুলকে বরিশাল শেবাচিম হাসপাতালে বাকীদের আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রমতে, ফিলিং ষ্টেশনের ভবনটি ডোবার মধ্যে বালু ভড়াট করে নির্মান করা হচ্ছিল। বালুর স্তর সরে যাওয়ার কারণেই ছাঁদ ঢালাইয়ের সময় দুটি পিলার ধ্বসে পরে দুর্ঘচানা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here