পাইকগাছায় লোনাপানি কেন্দ্রের উপ-পরিচালকের মেধাবী ছেলের আত্মহত্যা

0
283

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট (লোনাপানি) কেন্দ্রের উপ-পরিচালক শামছুন্নাহার বেগমের বড় ছেলে ৯ম শ্রেণীতে পড়–য়া মেধাবী ছাত্র এস,এম, বিন্তু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সকালে মা শামছুন্নাহার অফিসে আসলে এ সুযোগে বাসা বাড়ীতে গলায় ফাঁস দেয়। দুপুর ১২টার দিকে কোন শব্দ না পেয়ে বাড়ীর কাজের বুয়া মাধ্যমে খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় ঘরের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় খবর পেয়ে বিন্তু’র সহপাঠী, শিক্ষক, লোনাপানি কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবিরউদ্দীন, মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি আশরাফ হোসেন, ওসি (তদন্ত) আলমগীর কবিরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাসপাতালে ছুটে যান। সে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর মেধাবী ছাত্র। সহপাঠী ও শিক্ষক সূত্র জানিয়েছে, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বিন্তু আত্মহত্যার পথ বেছে নিতে পারে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here