বরিশালে এসপির র্নিদেশে আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ

0
249

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২৩জন শিশু হাসপাতালে ভর্তি ও হাসপাতালে ঔষধ সরবরাহ না থাকায় চিকিৎসাসেবা ব্যহতর খবর ২৭ ফেব্রুয়ারী বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে ওই সকল শিশুদের সেবা দিতে পাশে দাড়িয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান।
শনিবার রাত দশটার দিকে এসপি আক্তারুজ্জামানের নির্দেশে তার নিজস্ব তহবিল থেকে হাসপাতালে ভর্তিকৃত ১১ জন শিশুদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরন করেন থানার দ্বায়িত্বপ্রাপ্ত অফিসার ইন চার্জ এসআই হাসানুজ্জামান। এসময় রোগীর স্বজনেরা এসপি আক্তারুজ্জানকে কৃতজ্ঞ চিত্তে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বখতিয়ার আল মামুন, ডা. অভ্র মিত্র, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক তপন বসু, সাংবাদিক এস এম শামীম।
উল্লেখ্য, নিউমোনিয়ায় আক্রান্ত ভর্তি রোগীর পাশাপাশি হাসপাতালের আউটডোরে প্রতিদিন অন্তত ৫০জন রোগীর চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা। নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুদের ইনজেকশন ও গ্যাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here