অস্কারে সেরা অভিনেত্রী ব্রি লারসন

0
444

যা হওয়ার তা-ই হলো! অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন ব্রি লারসন। রুম ছবিতে পাঁচ বছর বয়সী পুত্রসন্তানকে নিয়ে ছোট একটি ঘরে জিম্মি থাকা মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কার গেলো তার ঘরে। এবারের অস্কারে ব্রি লারসনই যে পুরস্কার পাচ্ছেন, তা মোটামুটি অবধারিত ছিলো! এর আগে গোল্ডেন গ্লোব, বাফটা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডস, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের পর স্পিরিট অ্যাওয়ার্ডসও জিতেছেন ২৬ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী। সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত অন্যরা হলেন কেট ব্ল্যানচেট (ক্যারল), জেনিফার লরেন্স (জয়), চার্লোট র‌্যাম্পলিং (ফোর্টি ফাইভ ইয়ারস) ও সাওয়ার্স রোনান (ব্রুকলিন)। আজ সোমবার সকাল সাড়ে ৭টায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন হলিউড তারকা ক্রিস রক। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here