কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কেটে সোহেল রানা (২৪) এবং জাবেদ আলী (৩২) নামের দুই শ্রমিক নিহত হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে মিরপুর ষ্ট্রেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এতে সোহেল রানা ঘটনাস্থলেই মারা যায় এবং জাবেদ আলী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখি চিত্রা এক্সপ্রেস ট্রেনটি মিরপুর ষ্ট্রেশনের কাছে সোহেল রানা ও জাবেদ আলীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সোহেল রানা মারা যায়।
নিহত সোহেল রানা মিরপুর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের আব্দুল গফুরের ছেলে ও জাবেদ আলী একই এলাকার বাদশা আলমের ছেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে সোহেল রানার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।