বরিশাল প্রতিনিধি ॥ জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের মোল্লারহাট নামকস্থানে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আটককৃত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশ্রাফুল ইসলাম। সোমবার বেলা ১১ টার দিকে এ জরিমানা করা হয়।
বাবুগঞ্জ থানার এএসআই জাকির হোসেন বলেন, মেহেন্দিগঞ্জ থেকে ট্রলারযোগে জাটকা নিয়ে বিক্রির জন্য বাবুগঞ্জে আনা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার সকালে অভিযান চালিয়ে ১৮টি ড্রাম ভর্তি ৩০ মণ জাটকা জব্দ এবং ৩ ব্যবসায়ীকে আটক করা হয়। এরা হলেন, কাজীরচর গ্রামের মোঃ মিজানুর রহমান (৪০), আব্দুল জলিল (২৪) ও আরিফ হোসেন (২৩)। জব্দকৃত জাটকা দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।