যুক্তরাষ্ট্রে বিয়ের পিঁড়িতে প্রীতি জিনতা!

0
535

অবশেষে ৪১ বছরে এসে একাকী জীবনের অবসান ঘটাতে চলেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। যুক্তরাষ্ট্রের লস এনজেলসে হচ্ছে বিয়ের অনুষ্ঠান। অনেকদিনের প্রেমিক যুক্তরাষ্ট্রের জেনে গুডেনাফকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। নিজেদের বিয়ের দিনটাকে স্মরণীয় করে রাখতে লিপ ইয়ারে ফেব্রুয়ারির ২৯ তারিখ (বাংলাদেশ সময় ১ মার্চ) বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী। সে অনুযায়ী তাদের বিবাহ বার্ষিকী আসবে প্রতি চার বছর বাদে। সূত্রের খবর অনুযায়ী বিয়ের জন্য প্রীতি এখন যুক্তরাষ্ট্রের লস এনজেলসে অবস্থান করছেন। সেখানেই বিয়ের প্রাথমিক আয়োজন এরইমধ্যে শুরু হয়ে গেছে। জানা গেছে, প্রীতি জিনতা তার বলিউড বন্ধুদের বিয়ের আগেই লস এনজেলস পৌঁছে যাওয়ার অনুরোধ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here