বাগেরহাটে মিডওয়াইফস্দের পরিচিতি সভা

0
327

বাগেরহাট প্রতিনিধি:
শিশু ও মাতৃমৃত্যু রোধে বাগেরহাটে গ্রাজুয়েশন প্রাপ্ত ধাত্রী মিডওয়াইফদের নিয়ে এক পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচী এ সভার আয়োজন করে। সভায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধিনে শিশু ও মাতৃমৃত্যু রোধে ডেভলপিং মিডওয়াইস প্রজেক্টের আওতায় বাগেরহাটে ৩ বছর মেয়াদী মিডওয়াইফস কোর্স সমাপ্তকারীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বাগেরহট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শাহীন সুলতানা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ নজরুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (ওএসডি) ডা. বিদ্যুৎ কান্তি পাল, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনিল কুমার কুন্ডু, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অব মিডওয়াফেরি এডুকেশন ডা. পাণডোরা টি. হার্টম্যান, ডিপ্লোমা মিডওয়াইফারী কোর্স কো-আর্ডিনেটর শারমিন সুলতানা, ফ্যাকালটি রোকেয়া আক্তার বৃষ্টি, ডিএফআইডির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (হেলথ) মেরিলিন মৃধাল প্রমুখ। অনুষ্ঠানে শিশু ও মৃত্যমৃত্যু রোধ এবং কমিউনিটি পর্যায়ে গর্ভবতী ও প্রসুতি মায়েদের উন্নত সেবা প্রদান নিশ্চিতে মিডওয়াইসদের ভূমিকা তুলে ধরা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here