বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন আওয়ামীলীগ শাখার উদ্যোগে বিশেষ বর্ধিত সভা সোমবার বিকেলে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দলীয় চেয়ারম্যান প্রার্থী শাহজাহান প্যাদা, পৌর কৃষকলীগের সভাপতি শাহজাহান বেপারী, যুবলীগ নেতা আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া প্রমুখ।