গৌরনদীতে নাশকতা মামলায় দু’বিএনপি নেতার জামিন

0
365

বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলা বিএনপি ও স্বেচ্চাসেবক দলের দুই নেতা মাহিলাড়া এলাকায় নাশকতা মামলায় ২৮দিন কারাভোগের পর সোমবার জামিনে মুক্তি পেয়েছেন।
জানা গেছে, গত বছরের ফ্রেব্রুয়ারি মাসে সারাদেশে ২০ দলের সরকার বিরোধী আন্দোলনের সময় মাহিলাড়া এলাকায় নাশকতা মামলায় আসামি হন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাটাজোর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির রিপন রাঢ়ী ও উপজেলা স্বেচ্চা সেবকদলের আহবায়ক ও চাঁদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাইফুর রহমান কচিসহ অন্যান্য নেতাকর্মীরা। গত ৩০ জানুয়ারি উভয়নেতা স্বেচ্ছায় বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করেন। ম্যাজিষ্ট্রেট তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। দীর্ঘ ২৮ দিন কারাভোগের পর হাই কোট থেকে সোমবার তারা জামিনে মুক্তি লাভ করেন। উভয় নেতা জামিনে মুক্তি পাওয়ায় মঙ্গলবার সকালে টরকী বন্দরের বার্থী ভবনে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাস্টার গোলাম হোসেন, যুগ্ম আহবায়ক আকবর হোসেন মোল্লা, গাজী আবু বক্কর, মাসুদ প্যাদা, বার্থী ইউনিয়নের বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী আমিনুল হক শাহিন, ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক খোকন সরদার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here