রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব গ্রহণের মাধ্যমে দশম জাতীয় সংসদের নবম অধিবেশন আজ শেষ হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশন শেষ করা হয়।
এর আগে গতকাল সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা ও সমাপনী ভাষণ দেন। এছাড়া বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ সমাপনী বক্তব্য দেন।
প্রস্তাব গ্রহণের পূর্বে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর জাতীয় পার্টির ফখরুল ইমাম, মো. নূরুল ইসলাম ওমর, স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিম ও আব্দুল মতিন ৮০টি সংশোধনী প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
স্পিকার সংসদ অধিবেশন পরিচালনায় সহযোগিতা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, মন্ত্রী এবং সকল সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
দশম জাতীয় সংসদের নবম অধিবেশন গত ২০ জানুয়ারি শুরু হয়। বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন সংসদে ভাষণ দেন। পরদিন ভাষণের ওপর চিফ হুইপ আ স ম ফিরোজ ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে হুইপ ইকবালুর রহিম তা সমর্থন করেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আজ পর্যন্ত ২৬ কার্য দিবসে প্রায় ৫৩ ঘন্টা ৪৬ মিনিট আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাসহ সরকার, বিরোধী দলের মোট ২১১জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন।
মোট ২৭ কার্যদিবসের এ অধিবেশনে ৯টি সরকারি বিল পাস হয়।
এছাড়া এ অধিবেশনে আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ২৮৫টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলোর মধ্যে ১৫টি নোটিশ গৃহীত হয় এবং গৃহীত নোটিশের মধ্যে ৩টি সংসদে আলোচিত হয়। ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ৬০টি।
এছাড়া এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ৩শ’টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে তিনি ৮৯টি প্রশ্নের উত্তর দেন।
মন্ত্রীদের উত্তর দানের জন্য ৪৯২২টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে উত্তর দেয়া হয় ৩৪৪৪টি।
সমাপনি ভাষণের পর স্পিকার দশম জাতীয় সংসদের নবম অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করে শোনান।