রংপুরে দায়েরকৃত মানহানির মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। মঙ্গলবার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আলম তার জামিন মঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানির জন্য ২৬ মে দিন ধার্য করেছে আদালত। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মাহফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহের হোসেন মন্ডল। মামলার এজহারে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নামে মানহানিকর সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে এই মামলা করা হলো।