দক্ষিণাঞ্চলের চারটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

0
342

বরিশাল প্রতিনিধি ॥ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)’র সভায় বরিশালসহ দক্ষিণাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণাঞ্চল উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দরা।
একনেকের বৈঠকে অনুমোদনকৃত প্রকল্পগুলো হচ্ছে-জাতীয় মহাসড়ক এন-৮ এর গৌরনদীর ভুরঘাটা-বরিশাল-লেবুখালী সেতু পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্প। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০৫ কোটি ৭৬ লাখ টাকা। বরিশাল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প। এ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় করা হবে ১৫১ কোটি ৮৮ লাখ টাকা। এছাড়া দক্ষিণ উপকূলীয় অঞ্চলে (বরিশাল ও পটুয়াখালী) বীজ বর্ধন খামার স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটির ব্যয় ২৪৪ কোটি ৯৭ টাকা থেকে কমিয়ে ২১২ কোটি ৪১ টাকা করা হয়েছে। মাদারীপুর সরকারি অফিসসমূহের জন্য বহুতল ভবন নির্মাণ প্রকল্প। প্রকল্পটিতে ব্যয় হবে ৫৯ কোটি ৮১ লাখ টাকা। দক্ষিণাঞ্চল ব্যতিত একনেকের বৈঠকে সর্বমোট ১২ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে ৬ হাজার ৬৫০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here