চেয়ারপারসন পদে খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ

0
255

বিএনপির চেয়ারপারসন পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার পক্ষে তার নির্বাচনী এজেন্ট দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ বুধবার বেলা পৌনে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন রিজভী। এর আগে, বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সকাল ১০টা ২০ মিনিট থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত অস্থায়ী অফিসে মনোনয়নপত্র বিতরণ প্রক্রিয়া শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে, চেয়ারপারসনের নির্বাচনী এজেন্ট হিসেবে রুহুল কবির রিজভীকে লিখিতভাবে মনোনীত করেন বেগম খালেদা জিয়া। তিনি মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান, প্রত্যাহার এবং ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন। তবে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য এখনো কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here