মহাকাশে ৩৪০ দিন কাটিয়ে ফিরলেন দুই নভোচারী

0
333

মহাকাশে ৩৪০ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন মার্কিন নভোচারী স্কট ক্যালি ও রাশিয়ান মিখাইল কর্নিয়েনকো। সাধারণের চেয়ে প্রায় দ্বিগুণ সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়েছেন এই দুই নভোচারী।

তাদের দীর্ঘ সময় থাকার কারণ ছিল অনেক বেশি সময় মহাকাশ থাকলে মানব শরীরে কী প্রভাব পড়তে পারে সে গবেষণার একটা অংশ। একটি সয়ুজ ক্যাপসুলে করে কেলি, করিয়েনকো এবং মহাকাশ স্টেশনের একজন রাশিয়ান ক্রু সার্জি ভলকভ বাংলাদেশ সময় সকাল ১০ টা ২৬ মিনিটে কাজাখস্তানের স্তেপে অবতরণ করেন।

মঙ্গলে মনুষ্যবাহী মহাকাশ যান পাঠানোর পূর্বপ্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে এই অভিযানকে এই মিশনটা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য রেকর্ড। যুক্তরাষ্ট্রের কেলি এই নিয়ে চারবার মহাকাশ স্টেশনে গিয়ে সব মিলিয়ে ৫২০ দিন কাটিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here