সিম নিবন্ধনে ফিঙ্গারপ্রিন্ট বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

0
357

সিম নিবন্ধনের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ বন্ধের নির্দেশনা চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব আজ বুধবার এ নোটিশ পাঠান।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, আইন সচিব, বিটিআরসি, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক ও সিটিসেল কর্তৃপক্ষকে বিবাদী করে এ নোটিশ দেন ওই আইনজীবী। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ে নোটিশের জবাব না দিলে হাইকোর্টে রিট মামলা করা হবে বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। পল্লব বলেন, ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ পদ্ধতি সম্পূর্ণ অবৈধ। বেসরকারিভাবে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে এর অপব্যবহারের আশঙ্কা রয়েছে। এ কারণেই আইনি নোটিশ পাঠিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here