সুপার টিউসডেতে এগিয়ে হিলারি ও ট্রাম্প

0
333

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ণ প্রত্যাশীদের সবচাইতে বড় পরীক্ষা অর্থাৎ সুপার টিউসডের ভোটগ্রহণ কয়েকটি অঙ্গরাজ্যে শেষ হয়েছে। বাকীগুলোতেও ভোটাভুটি শেষ হবে যে কোন সময়। মোট এগারোটি অঙ্গরাজ্যে এই ভোটাররা ভোট দিয়েছে। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ের দীর্ঘ এবং জটিল প্রক্রিয়ার মধ্যে এই সুপার টিউসডে বলে পরিচিত মঙ্গলবার দিনটিকে খুব গুরুত্বের সাথে দেখা হয়। কখনো কখনো এই দিনটির ভোটাভুটিই প্রার্থীদের জন্য সুস্পষ্ট পার্থক্য গড়ে দেয়। জনমত জরিপগুলো প্রায় সব অঙ্গরাজ্যেই আলোচিত সমালোচিত রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে এগিয়ে রাখছে। এদিকে, ডেমোক্রেট শিবিরে হিলারি ক্লিনটনের প্রতি বার্নি স্যান্ডার্সের হুমকি ক্রমশ বিবর্ণ হয়ে আসছে। সুপার টিউসডেতে বেশীরভাগ অঙ্গরাজ্যেই তিনি সুস্পষ্ট বিজয় পাবেন বলে ধারণা করা হচ্ছে। অবশ্য মিসেস ক্লিনটনের একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স ভারমন্টে জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে। ডেমোক্রেটিক দলে প্রার্থী এ দুজনই হলেও রিপাবলিকান দলে মোট ৫ জন প্রার্থী লড়ছেন। এরা হলের ডোনাল্ড ট্রাম্প, টেড ক্রুজ, মার্কো রুবিও, জন কেসিক এবং বেন কারসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here