অস্কার মঞ্চে প্রিয়াঙ্কার কানে পাঁচ কোটি টাকার হীরা !

0
448

অস্কার মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়ার লুক, পোশাক, মেকআপ সবকিছুই সমালোচকদের নজর কেড়েছে। রেড কার্পেটে প্রিয়াঙ্কার পোশাক, সকলের প্রশংসা কুড়িয়েছে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে প্রিয়াঙ্কা লেবানিস ফ্যাশন ডিজাইনার জুহার মুরাদের সাদা গাউন পড়েছিলেন, সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিল ৮মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচ কোটি টাকার হীরের গয়না। মঞ্চে তিনি উঠেছিলেন হলিউড তারকা লিভ স্ক্রেইবারের সঙ্গে। তবে প্রিয়াঙ্কা পুরস্কার মঞ্চে উপস্থিত সকলকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছিলেন। ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে অন্যতম উপস্থাপক ছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই তাঁর সাদা গাউন, গয়না সবকিছুই নজর কেড়েছে। দিন কয়েক আগেই ‘কোয়ান্টিকো’র জন্যে পিপিলস চয়েস অ্যাওয়ার্ড পান পিসি। আপাতত তিনি ব্যস্ত রয়েছেন দেওয়ানে জনসন-এর ‘বেওয়াচ’-এর শ্যুটিং নিয়ে। অস্কার মঞ্চ থেকে পিসি সোজা উড়ে গেছেন শ্যুটিং স্পটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here