সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাপুর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-২ আসনের সাংসদ ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাভার থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম খান রাজীব ও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক হাজী আলতাফ হোসেন বিল্পব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ভাকর্তা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. আনোয়ার হোসেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনার রাজনীতি হচ্ছে উন্নয়নের রাজনীতি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে উন্নয়ন করা হয়েছে। আরো উন্নয়ন করতে যা যা প্রয়োজন তা আমার পক্ষ থেকে করা হবে।