টি২০ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দল বেছে নিয়েছেন শেবাগ

0
306

ভারতীয় সাবেক হার্ড হিটিং ওপেনার বিরেন্দ্র শেবাগের দৃষ্টিতে এবারের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা চার দল হলো ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
তবে শেবাগের মতে দ্বিতীয়বারের মত এই শিরোপা দখলে স্বাগতিক ভারতই সুস্পষ্ট ফেবারিট।
এ প্রসঙ্গে শেবাগ বলেছেন, ‘ভারত ছাড়া এই গ্রুপে আমি নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখবো। আর অন্য গ্রুপে আমার দৃষ্টিতে সেরা দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। তবে ২০০৭ সালের মত ভারতই এবার ফেবারিট। এই মুহূর্তে তারা দূর্দান্ত ক্রিকেট খেলছে এবং ভারতের দলীয় সমঝোতাও দারুণ।’
বিশ্ব আসরে এখন পর্যন্ত চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে পরাজিত হয়নি ভারত। এই দুই দল আগামী ১৯ মার্চ ধর্মশালায় টি২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। সাম্প্রতীক সময়ে পাকিস্তানের বিপক্ষে ভারতের এই আধিপত্য প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শেবাগ বলেছেন, সুস্পষ্ট কোন কারণ বের করাটা কঠিন। তবে এখানে সহজ একটি যুক্তি হলো পাকিস্তানের থেকে ভাল ক্রিকেট খেলছে ভারত। তাছাড়া তাদের থেকে আমাদের খেলোয়াড়দের প্রতিভাও ভাল। শুধুমাত্র আগ্রাসন দিয়ে ম্যাচ জয় করা যায়না। ভাল ক্রিকেট অবশ্যই খেলতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here