বরিশালের একটি ওষুধ কোম্পানীর ডিপোতে ডাকাতি

0
341

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর সিএন্ডবি রোডস্থ ইনসেপটা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের ডিপোতে শনিবার দিবাগত গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতরা চারজন নৈশ প্রহরীকে কুপিয়ে মারাত্মক জখম করে নগদ প্রায় এক কোটি টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়েছে।
আহত নৈশ প্রহরীদের বরাত দিয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস্ লিমিটডের বরিশাল ডিপোর ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, রাত আনুমানিক পৌনে দুইটার দিকে পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে সংঘবদ্ধ ডাকাতরা তাদের ভবনে প্রবেশ করে। ডাকাতরা নিরাপত্তার দায়িত্বে থাকা চার নৈশ প্রহরীকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আটকে রাখে। পরে ডাকাতরা ভল্ট ভেঙ্গে নগদ এক কোটি টাকা, কম্পিউটারের ১০টি হার্ডডিস্ক, সিসি ক্যামেরা এবং ওষুধ ভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ে যায়। তিনি আরও জানান, ভোরে ডেলিভারি অ্যাসিসটেন্ট মিরাজ হোসেন তাকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তিনি ডাকাতদের হামলায় গুরুতর আহত নৈশ প্রহরী মামুন, আসলাম, মহারাজ ও আবুল হোসেনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here