‘বিচারাধীন বিষয়ে মন্তব্য করলে খারাপ নজির হবে’

0
318

বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করলে সেটা খারাপ খারাপ নজির হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এই কথা বলেন।

প্রধান বিচারপতি ও বিচারাধীন বিষয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে আনিসুল হক বলেছেন, আমি যখন আইনজীবী ছিলাম তখনো বিচারাধীন বিষয়ে কখনও কোনো মন্তব্য করিনি। দেশের আইনমন্ত্রী হিসেবে এখনও বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করব না। মন্তব্য করলে সেটা খারাপ নজির হবে।

আইনমন্ত্রী বলেন, যার যার ব্যক্তিগত মতামত দেওয়ার স্বাধীনতা রয়েছে। দুই মন্ত্রীও তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। সে সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here