ঐতিহাসিক ৭ই মার্চের জনসভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার দুপুর ১টা থেকেই ঢাকা ও ঢাকার আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। জনসভায় সভাপতিত্ব করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।