কুরআন সুন্নাহভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠায় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম- সামশুল হক এমপি

0
325

পরিকল্পনা, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেন, বিশ্বে বিরাজমান অশান্তি, হানাহানি, অনাচার ও অমানবিকতা দূরীকরণে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রচার ও প্রসার একান্ত জরুরী। মানবতার মুক্তির দূত প্রিয়নবী (স.) এর প্রদর্শিত পথ ও মতকে অনুসরণ এবং অনুকরণ করার মাধ্যমেই একটি আদর্শভিত্তিক জাতি ও সমাজ প্রতিষ্ঠা সম্ভব। জঙ্গিবাদমুক্ত, সেবাধর্মী ও মানবতা ভিত্তিক দ্বীনি শিক্ষার প্রসারে সর্বাত্মক সহযোগিতা প্রদানে সরকার বদ্ধপরিকর।
তিনি গত শুক্রবার পটিয়া মেহের আটি হযরত নুরুদ্দিন শাহ্ (রহ.) দাখিল মাদ্রাসার সালানা জলসা ও ওরশ মাহফিলে এ কথা বলেন।
মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও অন্যতম প্রতিষ্ঠাতা শিল্পপতি আলহাজ্ব জামাল সাত্তার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদুল হক। সিনিয়র শিক্ষক কে. এম. আকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আল্লামা ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, শিল্পপতি ও দানবীর শাহ্ মোহাম্মদ ইমরান, রেজাউল করিম নেছার, মু.জাকারিয়া ডালিম, সাখাওয়াত হোসেন লিটন, মু.হাসান,মু.ফরিদুল আলম,সাইফুল ইসলাম চৌধুরী,জনাব রফিকুল ইসলাম মনা,মু.ইব্রাহীম বাচ্চু,জনাব মু.সেকান্দর তালুকদার, গাজী ইউছুপ প্রমুখ। মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে তকরীর করেন আল্লামা আহমদুল্লাহ ফোরকান খাঁন আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেন বুড়িশ্চর জিয়াউল উলুম ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব আল্লামা মোরশেদুল কাদেরী। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ভারপ্রাপ্ত সুপার মাওলানা কাজী মুহাম্মদ আতিকুল্লাহ্। বক্তব্য রাখেন পরিচালনা কমিটি সদস্য ও এতিমখানা কমিটি সদস্যদের মধ্যে নূরুল ইসলাম চৌধুরী ,সামশুল আলম, আবু ছিদ্দিক,সিরাজুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন তালুকদার, আবদুল মান্নান রানা,আবদুর রহিম চৌধুরী,আবদুল করিম চৌধুরী, ,আজমগীর টিপু,জসিম উদ্দিন, কফিল উদ্দিন, আবু তৈয়ব,বশির আহমদ,নূরুল ইসলাম কালু,কাসেম কোম্পানী, আজগর আলী,রমজান আলী,আইয়ুব কোম্পানী,মাও. নুর মোহাম্মদ,মজিবুল হক, আবুল কাসেম, মাও.আবু তাহের, মাও.আহমদ নুর প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here