মাথায় গাছ পড়ে পরিচালক খালিদ মাহমুদ মিঠু নিহত

0
354

চিত্রপরিচালক ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু আর নেই। সোমবার দুপুরে মাথায় গাছ পড়ে তিনি নিহত হয়েছেন। জানা গেছে, আজ সোমবার দুপুরের দিকে তিনি ধানমণ্ডির বাসা থেকে রিকশাযোগে কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে তার রিকশার ওপর একটি গাছ আছড়ে পড়ে। এতে তিনি মারাত্মক আহত হন। এরপর দ্রুত তাঁকে পাশের গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খালিদ মাহমুদ মিঠুর স্ত্রী দেশের বিশিষ্ট চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা। ১৯৬০ সালে খালিদ মাহমুদ মিঠুর জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৮৬ সালে তিনি এমএফএ করেন। তার পরিচালিত প্রথম ছবি ‘গহীনে শব্দ’। প্রথম ছবিই তাকে এনে দেয় শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০০৭ সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ১৬তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে ‘আরব বাংলাদেশ ব্যাংক পুরস্কার’ লাভ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here