ঢাকায় আসছেন সৌ‌দি পররাষ্ট্রমন্ত্রী

0
410

সৌ‌দি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহ‌মেদ আল জু‌বেইর আজ মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের একট‌ি সূত্র জানায়, জাকার্তা থে‌কে সৌ‌দি আরব যাওয়ার প‌থে তি‌নি ঢাকায় আড়াই ঘণ্টা যাত্রাবির‌তি কর‌বেন। এ সম‌য়ের ম‌ধ্যে তি‌নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স‌ঙ্গে তি‌নি তার কার্যালয়ে বৈঠক কর‌বেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত র‌বিবার জাকার্তায় ইসলামী সহ‌যো‌গিতা সংস্থা ওআ‌ই‌সির বি‌শেষ স‌ম্মেল‌নের ফাঁকে স‌ৌ‌দি পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে বৈঠক ক‌রেন। এর আ‌গে গত জানুয়া‌রি মা‌সে রিয়া‌দে দ্বিপক্ষীয়‌ বৈঠ‌ক ক‌রেছিলেন। সে সময়ই তি‌নি সৌ‌দি পররাষ্ট্রমন্ত্রী‌কে ঢাকা সফ‌রের অামন্ত্রণ জা‌নান। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার শিগগিরই দ্বিপক্ষীয় সফরে‌ সৌ‌দি আরবে যাওয়ার কথা রয়ে‌ছে। গত ডি‌সেম্বরে সৌ‌দি নেতৃত্বাধীন সন্ত্রাস‌বি‌রোধী জ‌ো‌টে বাংলা‌দে‌শের যোগ দেওয়ার সিদ্ধান্ত দুই ‌দে‌শের সম্প‌র্কে নতুন মাত্রা যোগ ক‌রে‌ছে। জানা গে‌ছে, আগামী ১০ মার্চ ওই জো‌টের প্রথম বৈঠক হওয়ার কথা র‌য়ে‌ছে। সেখা‌নে সদস্য দেশগু‌লোর রাষ্ট্র বা সরকারপ্রধানরাও যোগ দি‌তে পা‌রেন ব‌লে জানা গে‌ছে। আসন্ন বৈঠ‌কে বাংলা‌দে‌শের প্র‌তি‌নি‌ধিদ‌লের যোগ দেওয়ার বিষ‌য়ে আজ আল‌োচনা হ‌তে পারে। সৌ‌দি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় যাত্রা‌বির‌তিক‌ে সাম‌নে রে‌খে পররাষ্ট্রমন্ত্রী গত সোমবার রা‌তে জরু‌রি ভিত্তি‌তে জাকার্তা থে‌কে এসে‌ছেন। যাত্র‌বির‌তি শে‌ষে আজ রাত সা‌ড়ে ৭টার দিকে সৌ‌দি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ছাড়‌তে পা‌রেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here