ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন

0
327

গেল মাস ফেব্রুয়ারিতে দেশে মূল্যস্ফীতি ছিল ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন। এ মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৬২ শতাংশ। এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এদিন গত ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন প্রকাশ করা হয়। আ হ ম মুস্তফা কামাল বলেন, এটি বাংলাদেশের মানুষের জন্য ভাল। কারণ তাদের ক্রয় ক্ষমতা বাড়বে। বাজেটে চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ধরা হয়েছে ৬ দশমিক ২০ শতাংশ। কিন্তু চলতি অর্থ বছর শেষে এটি আরও কমিয়ে ৫ দশমিক ৫০ শতাংশ হবে বলে আশা করছি। তিনি আরো বলেন, মূল্যস্ফীতি একটি নির্দিষ্ট হারে রাখতে হবে। এটি করতে না পারলে বিনিয়োগকারী ও উদ্যোক্তারা আকর্ষণ হারিয়ে ফেলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here