বাংলাদেশ লক্ষ্যণীয় অগ্রগতি অর্জন করেছে : বিশ্বব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট

0
325

দারিদ্র্য বিমোচন ও জীবনমানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক উন্নয়ন করেছে উল্লেখ করে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট এ্যানেত ডিক্সন সোমবার বাংলাদেশের সার্বিক অগ্রগতির প্রশংসা করেছেন।
সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিশ্বব্যাংকের বৈশ্বিক জ্ঞান ও আর্থিক পদ্ধতি বাংলাদেশকে আরও অগ্রগতি, আরও দারিদ্র্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করতে পারে’।
বিশ্বব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
এর আগে এ্যানেত ডিক্সন বাংলাদেশে বিশ্বব্যাংকের নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর কিমিও ফ্যানকে মন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here