বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল বিজিবি সদর ক্যাম্পে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি র্ফোস (বিএসএফ) এর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে এক পতাকা বৈঠক মঙ্গলবার দুপুরে অনুষ্টিত হয়। এর আগে ভারতীয় কর্মকর্তারা চেকপোস্টে এলে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিজিবি কর্মকর্তারা।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, যশোর ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জাহাঙ্গীর হোসেন, যশোর দক্ষিণ-পশ্চিমাঞ্চল রিজিয়নের ষ্টাফ অফিসার লে. কর্ণেল রেজাউল ইসলাম, রিভার অফিসার লে. কর্ণেল আল ইমরান তানভীর, সাতক্ষীরা ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মাকসুদ ও বেনাপোল কোম্পানী কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিন।
ভারতের পক্ষে ছিলেন, বিএসএফের ডিআইজি ব্রিগেডিয়ার শ্রী জাস ওয়াল, ডিআইজি ব্রিগেডিয়ার শ্রী কেএস শাহ, ৪০ বিএসএফ অধিনায়ক কর্ণেল কে এস শুকলা, ৭৬ বিএসএফ অধিনায়ক রাজেশ কুমার ও ষ্টাফ অফিসার এসবি কুমার শর্মা। দুপুর সাড়ে ১১টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত পতাকা বৈঠকটি অনুষ্টিত হয়।
২৬ বিজিবি বেনাপোল কোম্পানী কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিন জানান, সীমান্তে মাদক,নারী শিশু,অস্ত্র পাচারসহ বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রশু আলোচনা হয়েছে।