জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় সঠিকভাবেই দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার সকালে রায়-পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগেও মৃত্যুদণ্ড বহাল থাকায় আমি প্রত্যাশিত ফল পেয়েছি। আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। রায় সঠিকভাবেই দেওয়া হয়েছে।
মাহবুবে আলম বলেন, প্রধান বিচারপতি জানান, বিচার বিভাগ নিয়ে দুজন মন্ত্রীর বক্তব্যে তিনি খুবই মর্মাহত। তাদের আদালতে হাজির হতে হবে। তাদের বক্তব্যের জন্য কেন তাদের দণ্ডিত করা হবে না তা জানতে চাওয়া হবে।
তিনি আরও বলে, কিছু কিছু সংগঠন এমন ভাব দেখাচ্ছে যে তারাই বিচারের সব করছে। অথচ প্রধানমন্ত্রী প্রথমেই বলে দিয়েছেন এটা সরকারের বক্তব্য নয়। রাজনৈতিক সিদ্ধান্তে এ বিচার হচ্ছে। এটা নির্বাচনের আগেই শেখ হাসিনা সরকারের ইশতেহার ছিল। সে অনুযায়ীই বিচার হচ্ছে।