মার্কিন ড্রোন হামলায় ১৫০ আল শাবাব জঙ্গি নিহত

0
345

মার্কিন বিমান হামলায় ১৫০ আল শাবাব জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। সোমালিয়া ভিত্তিক এই জঙ্গি সংগঠন বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিস জানান, আল শাবাবের একটি অনুশীলন কেন্দ্রে এই হামলা চালানো হয় যেখানে তারা বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিল। তিনি বলেন, আমরা জানতাম তারা ক্যাম্প ছেড়ে যাচ্ছিল এবং মার্কিন ও আফ্রিকান বাহিনীর জন্য যা বড় ধরণের হুমকি ছিল। প্রাথমিক ভাবে জানা গেছে এই হামলায় ১৫০ জঙ্গি নিহত হয়েছে। শনিবারের এই হামলা ড্রোন এবং মনুষ্য নিয়ন্ত্রিত বিমান দিয়ে আল শাবাবের রাসো ক্যাম্পে হামলা চালানো হয়।   এই ক্যাম্পটি বেশ অনেকদিন ধরেই নজরদারির মধ্যে ছিল বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র। এবং সেই নজরদারিতেই তাদের মনে হয়েছিল এই জঙ্গিরা বড় ধরণের হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে। আল কায়েদা সমর্থক আল শাবাব জঙ্গি গোষ্ঠীকে ২০১১ সালে রাজধানী থেকে বিতাড়িত করেছিল আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী। কিন্তু প্রায়ই এই জঙ্গি সংগঠনটি সোমালিয়ার পশ্চিমা সমর্থিত সরকারকে উৎখাতের জন্য বিক্ষিপ্ত হামলা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here