আগৈলঝাড়ায় সড়ক দুঘটনায় ঔষধ কোম্পানীর প্রতিনিধি নিহত, আহত ২

0
241

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের আগৈলঝাড়ায় মহাসড়কের উপর ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক নির্মান সামগ্রী ফেলে রাখায় সড়ক দুঘটনায় এক ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি নিহত, আহত হয়েছে অপর দুই জন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ঠ সূত্র জানায়, উপজেলার রশিদ ফকিরের ব্রীজ থেকে বারপাইকা পর্যন্ত এলজিইডি বিবাগের ১কোটি ২৮ লাখ টাকায় সাড়ে ৫কি.মি সড়কের সংস্কার কার্যাদেশ পায় ভোলার জেরিন এন্ড কোম্পানী। ওই কোম্পানীর স্বত্বাধিকারী মোরশেদ কামাল কাজ শুরুর জন্য কালুপাড়া ভাই ভাই বেকারীর পূর্ব পাশে মহাসড়কের উপর নির্মান সমাগ্রী (পাথর) বিচ্ছিন্নভাবে স্তুপ করে রাখে। মঙ্গলবার রাতে কালুরপাড় গ্রামের সাহেব আলী মোল্লার ছেলে কারলো ফার্মার আগৈলঝাড়া বিক্রয় প্রতিনিধি আব্দুল সালাম মোল্লা (৩৮) সড়কে রাখা পাথরের স্তুপে পরে আহত হয়। ওই সময় একই স্থানে অপর মোটরসাইকেল চালক সামাদ তালুকদারের ছেলে কামরুজ্জামান তালুকদার (৩৪)সহ ২জন আহত হয়। আহতদের প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে আহত আব্দুল সালাম মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করলে চিকিৎসারত অবস্থায় রাতেই সালাম মোল্লা মারা যায়। অপরদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এঘটনায় উপজেরা প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, ঘটনা শুনে ঠিকাদারকে দিনের মধ্যে সড়ক পরিস্কারের নির্দেশ দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here