ক্ষমতায় টিকে থাকতে হলে গণতন্ত্রের পথে ফিরে আসুন এবং অবিলম্বে পদত্যাগ করুন : ডা: শাহাদাত হোসেন

0
298

সামছুল আলম কমল,চট্রগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ তম কারাবন্দি দিবস উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন প্রেস ক্লাবে মুক্তিপাক গণতন্ত্র ১৬ কোটি মানুষের বন্দিদশা র্শীষক এক আলোচনা সভা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা: শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার দেশের চট্টগ্রাম ব্যুারো চীফ জাহিদুল করিম কচি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নসরুর কাদের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আর ইউ চৌধুরী শাহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: কামরুল ইসলাম, নগর সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, নগর বিএনপি নেতা নবাব খান, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান চৌধুরী, আবদুল হালিম স্বপন, কোতোয়ালী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, নগর যুবদল নেতা এমদাদুল হক বাদশা, বাকলিয়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম মাহমুদ, চকবাজার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দামুল হক সহ বিভিন্ন থানা, কলেজ সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ডা: শাহাদাত হোসেন বলেন, তারেক রহমানকে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা গ্রেফতার ও নির্যাতন করে জিয়া পরিবারকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের ১৬ কোটি জনতার স্বপ্ন প্রাণ তারেক রহমান সর্বোচ্চ জনপ্রিয়তায় ঈস্বান্নিত হয়ে তারেক রহমানকে মিথ্যা মামলায় গ্রেফতার করে বাংলাদেশে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করছিল কিন্তু পারেনি। এতে প্রতিয়মান হয়ে যে, বাংলাদেশের মানুষ জিয়া পরিবারের প্রতি আর্ন্তরিক, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে জিয়া পরিবারের অবদান অপরসীম। তাই বর্তমান সরকারকে বিপন্ন গণতন্ত্রকে সুসংহত করে নির্বাচন দিয়ে সমজতায় আসার আহবান জানান এবং তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here