ডিজিটাল মাহিলাড়াকে পিংঙ্ক ভিলেজে রুপান্তরিত করা হবে

0
247

বরিশাল প্রতিনিধি ॥ দক্ষিণাঞ্চলের মধ্যে প্রথম ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করায় বরিশাল জেলার দু’বারের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে জেলা প্রশাসনের কাছ থেকে পদকপ্রাপ্ত হয়েছেন গৌরনদীর মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। প্রথমধাপের নির্বাচনে এবার তিনি নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
বুধবার সকালে ইউনিয়নের প্রত্যন্ত শরিফাবাদ কেবলার ভিটায় অনুষ্ঠিত নির্বাচনী প্রচারনার উঠান বৈঠকে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সৈকত গুহ পিকলু তার নির্বাচনী ইসতেহার ঘোষণা করেন। ইউনিয়ন আ’লীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী সৈকত গুহ পিকলু তার নির্বাচনী ইসতেহার ঘোষণার পূর্বে বিগত পাঁচ বছরের সফলতা ও ব্যর্থতার সচিত্র প্রতিবেদন তুলে ধরেন। পরবর্তীতে আগামী পাঁচ বছরের জন্য তাকে পুনরায় নির্বাচিত করার জন্য ভোট প্রার্থনা করে তিনি বলেন, আগামী পাঁচ বছরের জন্য পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে তিনি ইউনিয়নবাসীর আর্থ-সামাজিক ও ভৌতঅবকাঠামোর উন্নয়নসহ ইউনিয়নের যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান পিংঙ্ক রংয়ে রঙিন করেছেন, তেমনি সকল সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানকে একই রংয়ে তিনি রঙিন করে পুরো মাহিলাড়াকে পিংঙ্ক ভিলেজে রুপান্তরিত করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here