বরিশালে উঠান বৈঠকে হামলা ॥ নির্বাচনী অফিস ভাংচুর

0
238

বরিশাল প্রতিনিধি ॥ জেলার বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নের জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এস.এম কাইয়ুম খানের লাঙ্গল মার্কার তিনটি নির্বাচনী অফিস মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ইউনিয়নের আলম মার্কেট, দেউলী দিঘীর পাড় ও খয়রাবাদ বাজারের লাঙ্গল মার্কার তিনটি অফিস ভাংচুর করে দুর্বৃত্তরা অফিসের চেয়ার-টেবিল, আসবাবপত্র ও অন্যান্য মালামাল লুট করে নেয়। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় ভরপাশা ইউনিয়নের লক্ষীপাশা গ্রামের বিএনপি নেতা রুহুল জোমাদ্দারের বাড়িতে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী হারুন সিকদারের ধানের শীর্ষ মার্কার উঠান বৈঠকে যুবলীগ নেতাকর্মীর হামলায় কমপক্ষে ১০জন আহত হয়েছে। এসময় হামলাকারীরা চেয়ার-টেবিল ভাংচুর করে। একইদিন রাতে আগৈলঝাড়ার বাকাল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী লাবন্য আক্তার তালুকদারের ঘোড়া মার্কার সমর্থক নওপাড়া গ্রামের আ’লীগ কর্মী দীপঙ্কর বাড়ৈসহ একাধিক ব্যক্তিকে নির্বাচনের আগেই স্ব-পরিবারে দেশত্যাগের হুমকি দিয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী বিপুল দাস। এসব ঘটনায় বুধবার সকালে স্ব-স্ব রিটানিং অফিসারদের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here