মাসুম হাওলাদার, বাগেরহাট :
দলিয় প্রতিকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসাবে চিহ্নিত করে বাগেরহাটের ফকিরহাটে ৩ জনপ্রিয় আওয়ামী লীগ নেতা কে সাময়িক বহিস্কার করা হয়েছে। এরা হলেন, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কাজী ইসমাইল হোসেন খোকন, উপজেলা শাখার অন্যতম সদস্য মোঃ আজাহার মোড়ল ও পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোড়ল সিরাজুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনোতোষ রায় কেষ্ট সাংবাদিকদের জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার বাহিরদিয়া –মানসা ইউনিয়নে চেয়ারম্যান পদে কাজী ইসমাইল হোসেন খোকন, নলধা-মৌভোগ ইউনিয়নে মোঃ আজাহার মোড়ল ও পিলজংগ ইউনিয়নে সিরাজুল ইসলাম মোড়ল দলিয় প্রার্থীর বিপক্ষে প্রার্থী হয়েছেন। এ কারনে জেলা আওয়ামী লীগের নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় সিদ্ধান্তক্রমে তাদের কে দল থেকে সাময়িক বহিস্কার করে এবং চুড়ান্তভাবে বহিস্কারের জন্য জেলা কমিটি’র কাছে সুপারিশ করা হয়। একই সভায় নেতৃবৃন্দ আসন্ন ইউপি নির্বাচনে দলিয় প্রার্থীর বিপক্ষে যারা রয়েছেন তাদের কে দলিয় প্রার্থীর পক্ষে অবস্থান নেয়ার নির্দেশনা দেয়া। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেতাগা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান স্বপন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় সাধারন সম্পাদক ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান ও চলমান বিনা প্রতিদ্বন্ধি প্রার্থী শিরিনা আক্তার কিসলুসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, আওয়ামী লীগের ৩ জন ত্যাগী নেতা ও স্ব-স্ব ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান কে দলিয় মনোনয়ন না দেয়া এবং দল থেকে বহিস্কার করার ঘটনায় গোটা ফকিরহাট উপজেলায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের মধ্যে তীব্র অ-সন্তোষ সৃষ্ঠি হয়েছে। হামলা-মামলা ও সাংগঠনিক শাস্তির ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ফকিরহাটের একাধিক নেতা এ প্রতিবেদক কে বলেন,দলের অভ্যন্তরিন কোন্দলের কারনে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নেতা-কর্মীদের আস্থাশীল নেতা সরদার নেয়ামত হোসেন বিএনপি নেতার কাছে পরাজিত হন। এবং নির্বাচনের দিন ম্যাজিস্টেটের নিদের্শে বিজিবি সদস্যরা তাকে বেধড়ক মারপিট করে আহত করে পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অথচ, সরকার ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ এ বিষয়ে কোন কর্মসুচী বা পদক্ষেপ নেয় নি। এখন ইউপি নির্বাচনে জনপ্রিয় নেতাদের দলিয় মনোয়নন না দিয়ে উল্টো তাদের দল থেকে বহিস্কার করছে। এতে ফকিরহাটে আওয়ামী লীগের ভবিষ্যৎ অস্তিত্ব সংকটে পড়বে । বহিস্কার হওয়া ৩ নেতা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি এবং জনগনের সেবার জন্য প্রার্থী হয়েছি। এর থেকে বেশী কিছু এখনই বলা সম্ভব নয়। সাংবাদিকদের সাথে বাকী কথা নির্বাচনের পর হবে।