বৃহস্পতিবার রামু যাচ্ছেন প্রধানমন্ত্রী

0
398

রামু সফরে বৃহস্পতিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে প্রধান অতিথি হিসেবে রামু সেনানিবাসে নবগঠিত দশ পদাতিক ডিভিশনের অধীনে দুই পদাতিক বিগ্রেডসহ সাতটি ইউনিটের পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। লোকবল ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দশ পদাতিক ডিভিশনে যুক্ত হচ্ছে আরও একটি বিগ্রেডসহ সাতটি ইউনিট। যার পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেনা সদস্যদের সশস্ত্র সালাম গ্রহণ করবেন তিনি। জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ১০টা ৫মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়ক পথে রওনা দিয়ে সকাল ১০টা ৫০মিনিটে রামু সেনানিবাসের ভিভিআইপি কমপ্লেক্সে অরণ্য নিবাসয়ে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। সকাল ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদর দপ্তর ২ পদাতিক বিগ্রেড এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন প্রধানমন্ত্রী। নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর দুইটায় কক্সবাজার বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে ২টা ৩৫ মিনিটে ঢাকায় যাত্রা করবেন। কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, ২০১৫ সালের পহেলা মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দশ পদাতিক ডিভিশনের সূচনা করেছিলেন। সেই থেকে এ অঞ্চলের নানামুখী উন্নয়নে অবদান রাখছে রামু সেনানিবাস। প্রধানমন্ত্রীর রামু সফর উপলক্ষে এরই মধ্যে সম্পন্ন হয়েছে সার্বিক প্রস্তুতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here