কক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্ত, নিখোঁজ ৪

0
269

কক্সবাজার থেকে যশোর যাওয়ার পথে চারজন আরোহী নিয়ে একটি কার্গো বিমান সাগরে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় বিমানের পাইলটসহ নিখোঁজ হয়েছেন অন্তত চারজন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরের বাঁকখালী নদীর মোহনার নাজিরার টেক পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে কোস্টগার্ড ও ফায়ার ব্রিগেড কর্মীরা পৌঁছে উদ্ধার তৎপরতাও শুরু করেছে বলেও জানান তিনি। বিমানবন্দরের কর্মকর্তা সাধন কুমার মহন্ত এ খবর নিশ্চিত করেছেন।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানান, আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিসমিল্লাহ এয়ালাইন্সের একটি বিমান চিংড়ি পোনা নিয়ে কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর যান্ত্রিক গোলযোগ দেখা দিলে পাইলট বিমানটিকে সাগরের দিকে নিয়ে যান। একপর্যায়ে বঙ্গোপসাগরের বাঁকখালী নদীর মোহনার নাজিরা টেক পয়েন্টে বিধ্বস্ত হয় বিমানটি। তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা বিস্তারিত জানা যায়নি। চিংড়ি পোনা পরিবহনের কাজে ব্যবহৃত কার্গো বিমানে ক্রুসহ চারজন আরোহী ছিলেন। তাদের খোঁজ পাওয়া যায়নি বলে জানান তিনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here