আয়ারল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দিলো ওমান

0
378

টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের ম্যাচে অঘটনের জন্ম দিলো ওমান। দিনের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী আয়ারল্যান্ডকে মাত্র ২ উইকেটে হারিয়েছে তারা। নিজেদের টি-২০ ইতিহাসে এই প্রথম আয়ারল্যান্ডকে হারালো ওমান।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫৪ রান করে আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন গ্যারি উইলসন। ওমানের পক্ষে মুনিশ আনসারি ৩ উইকেট নেন।
জবাবে ২ বল ও ২ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ওমান। দলের পক্ষে জিশান মাকসুদ ৩৮ ও খাওয়ার আলী ৩৪ রান করেন। আয়ারল্যান্ডের এন্ডি ম্যাকব্রিন, কেভিন ও’ব্রায়েন ও ম্যাক্স সোরেনসেন ২টি করে উইকেট নেন।
একই ভেন্যু ও গ্রুপের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ ৮ রানে হারিয়েছিলো নেদারল্যান্ডসকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here