উ.কোরিয়াকে নিয়ে উত্তেজনা বৃদ্ধি, সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র বোমারু বিমান মোতায়েন করছে

0
317

যুক্তরাষ্ট্র বুধবার জানিয়েছে, তারা এশিয়ায় সামরিক মহড়ার জন্য পারমানবিক অস্ত্র বহনে সক্ষম দূর পাল্লার তিনটি স্টিল্থ বোমারু বিমান মোতায়েন করছে। কোরীয় উপদ্বীপ নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে এটা করা হচ্ছে।
প্যাসিফিক এয়ার ফোর্স কমান্ডার জেনারেল লরি জে. রবিনসন বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ইন্দো-এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নিরবচ্ছিন্ন এবং বিশ্বাসযোগ্য বিমান শক্তি সরবরাহের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’
এ বিমানগুলো হচ্ছে বি-২ স্পিরিট বোমারু বিমান। মার্কিন বিমান বাহিনীর এ ধরণের মাত্র ২০টি বিমান রয়েছে। তবে সেখানে কোথায় বিমানগুলো মোতায়েন করা হবে মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে সাগরে দু’টি স্বল্প পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার প্রেক্ষাপটে এসব বিমান মোতায়েন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here