বরিশালে দূর্যোগ মোকাবেলায় মহড়া প্রদর্শন

0
243

বরিশাল প্রতিনিধি ॥ জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগরীতে র‌্যালী, আলোচনা সভা ও মহড়া প্রদর্শন করা হয়েছে। জেলা প্রশাসন, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের আয়োজনে সকাল নয়টায় নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামানের নেতৃত্বে র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-মহা পুলিশ পরিদশক (ডিআইজি) মোঃ হুমাউন কবীর পিপিএম বার, নগর উপ-মহা পুলিশ কমিশনার (দক্ষিণ) আঃ রউফ, জেলা পুলিশ সুপার এসএম আকতারুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (ডিডি) শাখত্তয়াত হাসান, ঘূর্নী ঝড় প্রস্তুতি কমিটির সহকারী পরিচালক মোঃ আব্দুর রশিদ প্রমুখ। শেষে বিভিন্ন দূর্যোগের হাত থেকে মানুষকে রক্ষা করার কাজগুলো মহড়ার মাধ্যমে প্রদর্শন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here