বরিশালে নিহত ব্যবসায়ীর স্বজনদের হামলায় দু’চেয়ারম্যান প্রার্থী লাঞ্ছিত

0
263

বরিশাল প্রতিনিধি ॥ জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের স্বজন হারানো লোকজনের হামলায় আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দু’চেয়ারম্যান প্রার্থী শারিরিক লাঞ্ছিত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের আব্দুল হক বাহাদুরের পুত্র ও বাগধা বাজারের ব্যবসায়ী ইব্রাহিম বাহাদুরকে (১৮) চলতি বছরের ৪ জানুয়ারি রাতে বাগধা গ্রামের নুরুল ইসলাম শেখের পুত্র দিনার (২০) ছুরিকাঘাত করে জবাইয়ের চেষ্টা চালায়। দিনার ওই ইউনিয়নের চেয়ারম্যান ও বর্তমান আ’লীগ মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম বাবুল ভাট্টির বোনের ছেলে। আশংকাজনক অবস্থায় দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইব্রাহিম মারা যায়। ইব্রাহিমের মৃত্যুর খবর শুনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বুধবার সন্ধ্যায় শোকাহত ওই বাড়িতে সমবেদনা জানাতে যান। এসময় মৃত ইব্রাহীমের ক্ষুব্ধ স্বজনেরা চেয়ারম্যান প্রার্থী বাবুলকে শারিরিক লাঞ্ছিত করে। একইভাবে সমবেদনা জানাতে গিয়ে ওই ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী কেএম রেজাউল ফয়েজ রেজাকে চেয়ারম্যান বাবুল ভাট্টির বংশীয় লোকহওয়ায় শারিরিক লাঞ্ছিত করা হয়। ইব্রাহিমের ক্ষুব্ধ স্বজনেরা জানান, মৃত ইব্রাহিমের চাচা ও আ’লীগ নেতা বাবুল বাহাদুরকে ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর বাবুল ভাট্টির বংশের লোকজন পিটিয়ে ও চুবিয়ে হত্যা করেছিল। এ ব্যাপারে উভয় চেয়ারম্যান প্রার্থীর সাথে যোগাযোগ করা হলে তারা লাঞ্ছিত হওয়ার ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here