ডিসিকে পাট অধিদপ্তরের ফুলেল শুভেচ্ছা

0
274

কুষ্টিয়া প্রতিনিধিঃ “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০” এর সফল বাস্তবায়নে সফলতার জন্য দেশ সেরা জেলা প্রশাসক হওয়ায় কুষ্টিয়ার ডিসি সৈয়দ বেলাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাট অধিদপ্তর কুষ্টিয়ার কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কক্ষে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, পাটজাত দ্রব্যের মোড়কের ব্যবহার নিশ্চিত করতে যে কোন প্রদক্ষেপ গ্রহন করা হবে। পাট আমাদের দেশীয় পন্য। আমাদের দেশে উন্নত মানের পাট উৎপাদন করা হয়ে থাকে। তাই এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। পাট ও পাটজাত পন্যের ব্যবহার আইনটি বাস্তবায়নের জন্য জেলাব্যাপী অভিযান অব্যহত রাখা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস, পাট উন্নয়ন কর্মকর্তা মামুন-অর রশিদ, সদর উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফারুখ হোসেন, দৌলতপুর উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, খোকসা উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতিন, কুমারখালী উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিরাজুল ইসলাম, মিরপুর উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, ভেড়ামারা উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা বেলাল হোসেন প্রমুখ।
এসময় তারা জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানায়।
“পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০” এর সফল বাস্তবায়নের বর্তমান সন্তোসজনক ধারাকে অব্যহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন কুষ্টিয়া জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here