দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল : ত্রাণমন্ত্রী

0
382

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনার অসাধারণ কৌশলই বাংলাদেশকে রোল মডেলে পরিণত করেছে। রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৬ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।   মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে পূর্ব-প্রস্তুতির উত্তম সক্ষমতার কারণেই বাংলাদেশ যেকোনো দুর্যোগে ক্ষয়ক্ষতি দৃশ্যমান হারে কমিয়ে আনতে পেরেছে। পাশাপাশি যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা দেশটিতে দুর্যোগ-সহনশীল পরিবেশ তৈরিতে সাহায্য করেছে।   তিনি বলেন, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও উপকূলীয় জলোচ্ছ্বাস থেকে উদ্ধার কাজ চালানোর জন্য প্রচুর সরঞ্জামাদি সংগ্রহ করা হয়েছে। দুর্যোগের পূর্বাভাস দানে বাংলাদেশ আন্তর্জাতিক মানের সক্ষমতা অর্জন করেছে। প্রতিজেলায় দুর্যোগ-পরবর্তী ত্রাণ তৎপরতা চালানোর জন্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও অর্থ রিজার্ভ রাখা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here